03 APRIL 2025

BY- Aajtak Bangla

বাড়িতেই ফলবে রসু, শুধু লাগবে একটা বোতল; রইল চাষের পদ্ধতি 

প্রতিদিন রান্নায় রসুন ব্যবহার করা হয়। মজার বিষয় হল এই রসুন বাড়িতেই চাষ করা যায়। খুব সহজ পদ্ধতিতে।

১০০টি রোগের প্রতিকার

পুরনো বোতলেই হবে রসুন চাষ। তাও মাটি ছাড়া। 

শুধু বোতলের মাথার দিকটা কেটে নিতে হবে। তাহলেই করা যাবে রসুন চাষ।

সেটি কেটে পরিষ্কার মাটি দিতে হবে।

মাটি যেন একেবারে পরিষ্কার থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

মাটিতে পাথর বা অন্য কিছু থাকলে তা গাছের বৃদ্ধিতে প্রভাব ফেলে।

বোতলে মাটি রাখুন এবং উপরে রসুনের কোয়া রাখুন। এরপর রসুনের কোয়ার ওপর কিছুটা মাটি ও সার দিয়ে জল ঢালুন।

এবার  রসুনের কোয়া ভালো করে মাটি চাপা দিয়ে কয়েকদিন অপেক্ষা করুন। খুব অল্প দিনেই গাছের বৃদ্ধি দেখতে পাবেন। এরপর অল্প অল্প জল দিতে থাকলে গাছ ভরে আসবে রসুন।

তারপর যত খুশি রসুন খান, আর কিনতে হবে না।