BY- Aajtak Bangla

এভাবে মাসে গ্যাসের খরচ হবে নামমাত্র! সেভিংসের টিপস

27 MARCH, 2025

সময় এগোনোর সঙ্গে সঙ্গেই আমাদের চাহিদারও পরিধি বেড়ে চলেছে নিয়মিত। 

চাহিদা বাড়ছে 

এমনীতেই মধ্যবিত্তের সংসারে মাসের শেষে টানাটানি করে চলে। তার মধ্যে ক্রমেই বেড়ে চলছে গ্যাস সিলিন্ডারের দাম। 

গ্যাস সিলিন্ডার

বাড়িতে কম-বেশি সকলে দিনে বেশ কয়েকবার চা খেয়ে থাকে, সেই সঙ্গে নিত্য নতুন রান্না তো লেগেই আছে।  

নিত্য নতুন রান্না

বর্তমান বাজারে খরচ কমানোর অভ্যাস না করলে, সংসারে আর্থিক সমস্যা হতে পারে। 

আর্থিক সমস্যা

কীভাবে গ্যাস বাঁচানো সম্ভব, যাতে একটি সিলিন্ডার বেশিদিন চলে? রইল কিছু টিপস... 

টিপস

গ্যাস বাঁচাতে হলে সবচেয়ে ভাল প্রেশার কুকারে রান্না করা, এতে অনেকটাই গ্যাস বাঁচে। 

প্রেশার কুকার

যদি বাড়িতে বার বার চা বানাতে হয়, তাহলে জল ফুটিয়ে ফ্লাস্কে ভরে রেখে দিন, প্রয়োজনে আবার গরম করে নিন।

ফ্লাস্কে

রান্না সব সময় কম আঁচে ঢাকা দিয়ে করুন। এতে গ্যাসও কম পোড়ে, আবার রান্নার স্বাদও বজায় থাকে। 

কম আঁচে

রান্নায় দরকারের বেশি জল দেবেন না, দরকারি জিনিসপত্র হাতের কাছে রাখুন। এভাবেও গ্যাস বাঁচানো সম্ভব। 

বেশি জল না