BY- Aajtak Bangla

একবারে কাটা যাবে ১০টা ল্যাতল্যাতে ঢেঁড়শ, নিনজা ট্রিকসটা জানুন

19th August, 2024

ঢেঁড়শের প্রকৃতি ল্যাতল্যাতে হওয়ার কারণে এটা কাটার সময় বেশ ঝক্কি পোহাতে হয়।

তাই বটি হোক বা ছুরি ঢেঁড়শ একটা একটা করেই কাটতে হয়। 

আর তাতে বেশ অনেকটা সময় লেগে যায়। রান্না করতেও দেরি হয় তাই।

তবে এই সহজ ট্রিকসটা যদি মেনে চলেন তাহলে ঢেঁড়শ কাটতে আর বেশি সময় লাগবে না।

ঝটপট ঢেঁড়শ কাটবেন নিমেষে। চাই শুধু মাথার ক্লিপ।

এখন মেয়েদের খামচি ক্লিপ বেশ জনপ্রিয়। বড় বড় এই ক্লিপগুলো গোটা চুলকে একত্রিত করতে সাহায্য করে। 

আর এই খামচি ক্লিপ দিয়েই কাটা যাবে একসঙ্গে অনেক ঢেঁড়শ।

কীভাবে সম্ভব? প্রথমে বেশ কয়েকটা ঢেঁড়শ নিয়ে তার গোড়ার দিকটা এই ক্লিপ দিয়ে আটকে রাখুন।

এরপর ছুরি বা বটি যেটা দিয়েই কাটবেন দেখবেন চটপট কাটা হয়ে গিয়েছে। একেবারে দারুণ এই উপায়।