05 APRIL 2025

BY- Aajtak Bangla

ছোট্ট সন্তানের নখ কাটতে কালঘাম ছুটছে? ৫ ট্রিক শিখে কাজে লাগান 

ছোট্ট সন্তানের নখ কাটা খুবই ঝক্কির কাজ। কচি হাতে নখ কাটতে গেলেই তাদের হাতে ব্যথা লাগে। কেঁদেকেটে একাকার করে।

স্নানের সময় শিশুর নখ কাটা যেতে পারে। তখন জলের কারণে নখ খুব নরম হয়ে যায়। সেসময় শিশুকে খেলনা দিন। খেলায় ব্যস্ত রাখলে নখ কাটা সহজ হয়।

ঘুমানোর সময় নখ কাটা সেরা সময়। ঘুমন্ত অবস্থায় সন্তানের নখ কাটা তার হাত-পা নাড়াতে বাধা দেয় এবং আঘাতের ঝুঁকি থাকে না।

খাওয়ানোর সময়টাও শিশুর নখ কাটার উপযুক্ত সময়। এসময় শিশু স্তন্যপানে ব্যস্ত থাকে। 

শরীর খুব একটা নড়াচড়া করে না। যে কারণে নখ কাটা যায় সহজেই।

সন্তানের নখ কাটার সময় খেয়াল রাখবেন সেই স্থানে যেন পর্যাপ্ত আলো থাকে। 

এছাড়াও, সন্তানের নখ কাটতে কাঁচির পরিবর্তে বেবি নেইল ক্লিপার ব্যবহার করুন। সন্তানের নখ সহজেই কেটে যায়। 

এরপর ফাইলারের সাহায্যে নখ ধীরে ধীরে ফাইল করুন।