11 AUGUST 2025

BY- Aajtak Bangla

শাক কাটতে ছুরি-বটি নয়, কাজে লাগান পুরনো বোতল; শিখুন ট্রিকস

ছুরি ছাড়াই বাড়িতে শআক কেটে ফেলতে পারেন। বেশি কিথু লাগবে না, লাগবে একটা পুরনো বোতল। কীভাবে? শিখুন।

শাক কাটতে যারা ভয় পান তাদের জন্য খুব সহজ একটি ট্রিক শিখে রাখুন।

এই ট্রিক শিখে নিলে অফিসের তাড়া থাকলেও সহজে শাক কেটে রান্না করে ফেলতে পারবেন।

শাক কাটতে একটা প্লাস্টিকের উইজ এন্ড থ্রো বোতলই যথেষ্ট।

এর জন্য প্রথমে শাক কেটে এনে আগে বেছে নিন। খারাপ পাতা ফেলে দিন। এটি করতে যা সময় লাগে।

এরপর একটা প্লাস্টিকের উইজ এন্ড থ্রো বোতলের পিছনটা ও মুখটা গোল করে কেটে নিন। এটা রেখে দেবেন। যখনই শাক কাটবেন ব্যবহার করতে পারবেন।

এবার শাক ধুইয়ে নিয়ে গোছা করে বোতলের ভিতরে ঢুকিয়ে দিন।

এবার একটা ছুরির সাহায্য একটা ধার ধরে কুচি কুচি করে কেটে নিন।

খুব সহজে আর তাড়াতাড়ি শাক কাটা হবে। কোনও ঝামেলা ছাড়া। হাত কাটার ভয় নেই। তাই নতুন রাঁধুনিরাও এই ট্রিক ফলো করতে পারেন।