3 May, 2025
BY- Aajtak Bangla
পাকা চুলের সমস্যায় প্রতিটি ঘরের নারী-পুরুষ ভুগছেন। প্রতি সপ্তাহে চুল রং করা ঝক্কির।
প্রতি সপ্তাহে বারবার চুলে ডাই ঘষতে হবে না। একটা ফুলেই হবে কামাল।
উপকরণ-২ মুঠো নয়নতারা ফুল, ১২টি কারি পাতা, ৫টি জবা ফুলের পাতা, ১ বাটি চালের জল, ১ চা চামচ কফি পাউডার ও ২ চা চামচ আমলা গুঁড়ো।
প্রথমে একটি মিক্সারে নয়নতারা ফুল দিন। এতে কারি পাতা, জবা ফুলের পাতা ও চালের জল দিয়ে পিষে নিন।
এরপর একটি কড়াইয়ে মিক্সারটি ঢেলে দিন। এতে দিন ১ চা চামচ কফি পাউডার ও ২ চা চামচ আমলা পাউডার।
গ্যাসে কম আঁচে কড়াইয়ে মিক্সারটি নাড়ান। ঘন এবং কালো হওয়া পর্যন্ত গরম করুন।
এবার এটি ঠান্ডা হতে দিন। রং লাগানোর মতো চুলে লাগিয়ে ফেলুন।
চুলে ভালো করে লাগানোর পর ১৫-২০ মিনিট রেখে দিন। শুকানোর পর স্বাভাবিক জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
এতে ২ চামচ হেনাও দিতে পারেন। একটি পেঁয়াজও মিক্সারে দিয়ে পিষে পারেন।
চালের জলের বদলে চা পাতার জল। রিঠা এবং শিকাকাই পাউডারও ব্যবহার করতে পারেন।