16 May, 2025
BY- Aajtak Bangla
মানসিক চাপ এবং বেহিসেবি জীবনযাত্রার কারণে অকালেই পাকে চুল।
হেয়ার কালার ব্যবহার করে অনেকে চুল কালো করে। তবে রাসায়নিক চুলের ক্ষতি করতে পারে।
ঘরোয়া উপায়ে চুল কালো করুন। এজন্য হলুদ ব্যবহার করতে পারেন
প্যানে ১ চা চামচ সর্ষের তেলে ২ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। অল্প আঁচে গরম করুন।
এতে ২টি ভিটামিন ই ক্যাপসুল এবং অর্ধেক লেবুর রস দিন। পেস্ট তৈরি করে চুলে লাগান।
ডাই লাগানোর প্রায় ২০ মিনিট পরে চুল ধুয়ে ফেলুন। চুল কালো হবে ন্যাচরালি।
এক কাপ জলে হলুদ ও এক চামচ চা পাতা নিন। ৫ মিনিট গরম করন। কিছু অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুল দিন।
আধ ঘণ্টা রাখুন চুলে। তার পর ধুয়ে ফেলুন।
হেয়ার স্প্রে- এক কাপ জল এবং এক চা চামচ হলুদ মিশিয়ে নিন। কিছু অ্যালোভেরা জেল মেশান।
এটি স্প্রে বোতলে রাখুন। ম্যাসাজ করুন। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন।