31 March,, 2023
BY- Aajtak Bangla
বাচ্চারা যদি পড়াশোনা করতে না চায়, গাছপালা আপনাকে সাহায্য করে।
শুধু ঘর সাজাতে বা অক্সিজেন জোগাতে নয় শিশুর পড়াশুনোয় মন বসে ৫ গাছ থাকলে।
এই গাছগুলি বাতাস শুদ্ধ রাখে। ছড়ায় সুবাস। বাতাস থেকে দূষণ দূর করে দেয়।
পিস লিলি- শান্তিপূর্ণ পরিবেশ থাকে। পিস লিলি মনকে শান্ত রাখে। পিসি লিলির সুগন্ধে খুশি থাকে শিশুর মন।
পিস লিলি এয়ার পিউরিফায়ার হিসেবেও কাজ করে। বাড়ির বাতাস শুদ্ধ থাকে।
অর্কিড- বছরের সব সময় ফুল ফোটে এই গাছে। দেখতেও রঙিন। ঘরে ইতিবাচক শক্তি আনে। মনোনিবেশ থাকে শিশুর।
বাম্বু প্ল্যান্ট- বাঁশ পরিবেশকে বিশুদ্ধ করে। পরিবেশ রাখে ইতিবাচক। পড়াশুনোয় আসে মনোযোগ।
কর্ডিলাইন ফ্রুটিকোসা- এটি গাঢ় লাল রঙের। লাকি প্ল্যান্টও বলা হয়। স্টাডি টেবিলে রাখলে মন শান্ত থাকে।
এই গাছ আশেপাশের বাতাস শুদ্ধ করে। শান্ত এবং ইতিবাচক পরিবেশ থাকে। শিশুর মন পড়াশোনায় থাকে।
জুঁই- জুঁই ফুলের মৃদু সুবাস মনকে শান্তি দেয়। মানসিক চাপ সৃষ্টি করে না। শিশুরা পড়াশোনায় মনোযোগী হয়।