11 DECEMBER, 2024

BY- Aajtak Bangla

মুখে মুখে তর্ক করে সন্তান? বকা না দিয়ে সিধে করুন এভাবে

ছোট থেকেই সন্তানকে ঠিক-ভুলের শিক্ষা দেওয়া খুবই জরুরি। তবেই সে সঠিকভাবে গড়ে উঠবে।

অনেক সময়ে মতের অমিল হলে সন্তান মুখে মুখে তর্ক করতেই থাকে, সন্তানের এই অভ্যাসে বিরক্ত হয়ে যান মা-বাবাও।

কিন্তু তাই বলে বেশি কড়াকড়ি করলে হিতে বিপরীতও হতে পারে। তাই না বকে সন্তানকে এইভাবে জব্দ করুন।

যাতে সন্তান তার নিজের ভুল বুঝে শুধরে নেয় আর মা-বাবার মুখে মুখে তর্ক না করে।

শিশুদের পক্ষে সব কিছু বুঝিয়ে বলা শক্ত। তাই তাকে মনের কথা বুঝিয়ে বলার সুযোগ দিন। 

প্রথমেই ঠিক-ভুল নিয়ে কথা না বলে, মন দিয়ে সন্তানের কথা শুনুন। তার পর সহজ করে বোঝান কী ভুল হয়েছে তার, বাতলে দিন শোধরানোর উপায়।

রাগারাগি করলে চলবে না একেবারেই। বরং ধৈর্য ধরে ও শান্ত হয়ে কথা বলুন সন্তানের সঙ্গে। বোঝার চেষ্টা করুন সন্তানের তর্ক করার কারণ।

ভুল-ভ্রান্তিকে প্রথমেই খারাপ বলে দাগিয়ে দেবেন না। এতে ভুল স্বীকার করতে ভয় পাবে সন্তান, ভুল করে ফেললে আরও বেশি তর্ক করাও অস্বাভাবিক নয়।

সন্তানকে বোঝান ভুল করে ফেললে তা স্বীকার করার ক্ষমতা ভাল মানুষ হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যখন দেখবেন বাচ্চা তর্ক করছে, তখন আপনি চুপ করে যান। অধিকাংশ মায়েরাই নিজেদের ধৈর্য রাখতে ব্যর্থ হন। সন্তান চুপ করার পরই তাকে ভালো করে বোঝান কোনটা ঠিক আর কোনটা ভুল।