BY- Aajtak Bangla
20th August 2024
অফিস হোক বা পরিবার সব জায়গাতেই চালাক মানুষ থাকে।
আর এঁদের সঙ্গে প্রতিনিয়ত ডিল করা বেশ কঠিন হয় যাঁরা একেবারেই সাধারণ বুদ্ধির মানুষদের।
আসলে চালাক ও ভাল মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। অনেকেই বুঝতে পারেন না যে কীভাবে এইসব মানুষদের সঙ্গে চলবেন।
আসুন তাহলে শিখে নিন চালাকদের সঙ্গে কীভাবে চলবেন।
প্রথমেই আপনি তাদের কার্যকলাপ এবং চলাফেরা কথাবার্তা খেয়াল করুন।
চালাক মানুষের সব উদ্দেশ্য সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করুন।
চালাক লোকদের সামনে কথা কম বলুন। চালাক মানুষদের সঙ্গে নিজের গোপন এবং যে কোনো বিষয় শেয়ার করবেন না।
চালাক লোকদের সঙ্গে কোন কিছুই ভাগে কিনবেন না। তারা আপনার ওপর পুরো খরচ চালাবে।
আসলে চালাক লোকেরা নিজেদের বড্ড বেশি চালাক ও সবজান্তা মনে করে। সহজে কাউকে বুঝতেও দেয় না সে যে চালাক।
চালাক লোকদের থেকে দূরে থাকাই ভালো তারা আপনাকে ব্যবহার করে নিজের উদ্দেশ্য হাসিল করে নেবে যেভাবেই হোক।