21 MAY, 2025

BY- Aajtak Bangla

ডিপ ফ্রিজ ভরেছে বরফে? এভাবে পরিস্কার করলেই ভাল থাকে

বাড়িতে ফ্রিজ না থাকলে যেমন এক মুহূর্ত চলে না তেমনি এই ফ্রিজ নিয়ে হাজারো ঝক্কি পোষাতে হয়।

সপ্তাহে ২-৩ দিন ফ্রিজ যেমন পরিষ্কার করতে হয় তেমনি ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফ জমে গেলে ফ্রিজ থেকে জল পড়া ও পেছনের ট্রে-তে জল জমে যায়।

ডিপ ফ্রিজে জল জমতে দেওয়া একেবারেই ঠিক নয়। কারণ এই জলেই ডিম পাড়ে ডেঙ্গির মশা।

বেশি বরফ জমলে ফ্রিজ খারাপও হয়ে যেতে পারে।

ফ্রিজে যদি থার্মোস্টেট সঠিক তাপমাত্রায় না থাকে তবে তা অতিরিক্ত বরফ জমার কারণ।

অন্তত ১৫ দিনে একবার ফ্রিজের থার্মোস্টেটটি পরীক্ষা করুন।

ফ্রিজ যদি ঠিক জায়গায় রাখা না হয় তাহলেও এই সমস্যা হতে পারে। অনেকেই কিচেনে ফ্রিজ রাখেন। কিচেনে এক্সহস্ট সিস্টেম ঠিক না থাকলে ফ্রিজ নষ্ট হয়ে যায়।

ফ্রিজে ঠেসে জিনিস রাখবেন না। এতে সব খাবার ঠিকমতো ঠান্ডা হবে না, নষ্ট হয়ে যাবে।

ফ্রিজের দরজা খোলা-বন্ধের ওপর জোর দিন। বেশি জোরে ফ্রিজের দরজা খুলবেন না। তাহলে দরজা ঠিকমতো লাগবে না।

ফ্রিজে বেশি বরফ জমলে ফ্রিজ কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখুন। এতে সব বরফ গলে যাবে ধীরে ধীরে।