15 July, 2025
BY- Aajtak Bangla
সোশ্যাল মিডিয়া আসক্ত? অব্যাহতি পাওয়ার মোক্ষম দাওয়াই
ফোনে সোশ্যাল মিডিয়ায় আটকে থাকছেন? এই পদ্ধতিগুলি ফলো করলে সোশ্যাল মিডিয়া থেকে ডিটক্সিফাই করতে পারবেন।
১. অ্যাপ ইউজ টাইম লিমিট সেট করো
২. নোটিফিকেশন অফ করো – মন শান্ত রাখবে
৩. ঘুমের ৩০ মিনিট আগে ফোন দূরে রাখো
৪. স্ক্রিন টাইম লক্ষ্য সেট করো এবং মেনে চলো
৫. বিরক্ত হলে স্ক্রোল নয় – হাঁটতে বের হও
৬. অফলাইনে বন্ধুর সঙ্গে দেখা করো
৭. ফোনের বদলে বই পড়ো
৮. অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করো
৯. সকালে প্রথমেই ফোন নয় – বরং ফ্রেশ এয়ার
১০. ধ্যান করো বা ডায়েরি লেখো
Related Stories
কোষ্ঠকাঠিন্য চিরতরে দূর হবে! রাতে এভাবে দুধে মিশিয়ে খান ঘি
নোংরা মিক্সি নতুনের মতো ঝকঝকে হবে! পরিষ্কারের স্মার্ট ট্রিকস
চিকেন- মাটন একেবারে তুলতুলে হবে, সুসিদ্ধ করার টিপস
ঘরে রাখুন এই বিশেষ মূর্তি, তারপরেই ভাগ্যে বড় বদল