6 September, 2023

BY- Aajtak Bangla

কফি চটজলদি গ্ল্যামার বাড়ায়, কীভাবে ব্যবহার?

কফি চটজলদি গ্ল্যামার বাড়ায়, কীভাবে ব্যবহার?

ত্বকের জেল্লা হারিয়ে যাচ্ছে? ট্যান পড়ে যাচ্ছে শরীরের বিভিন্ন জায়গায়? অথচ পার্লারে যাওয়ার সময়ও নেই? সামনে পুজো আসছে। কীভাবে ত্বকের যত্ন নেবেন?

কফি দিয়ে ফেসিয়ালও করতে পারেন। খরচও কমবে আর ফলও পাবেন তাড়াতাড়ি। আসুন জেনে নেওয়া যাক কীভাবে রে বসে ধাপে ধাপে কফি ফেসিয়াল করবেন

প্রথমে ২ চামচ কাঁচা দুধ নিন। এতে এক চামচ কফি পাউডার মেশান। এবার এই মিশ্রণটি মুখে লাগান। আঙুল দিয়ে কিছুক্ষণ ত্বকে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

ত্বক স্ক্রাব করতে এক চামচ কফি পাউডার নিন। এতে চিনি যোগ করুন। দিন নারকেল তেলও। এবার এই স্ক্রাব দিয়ে মুখ ও ঘাড়ে ম্যাসাজ করুন।

এই স্ক্রাব দিয়ে অন্তত ৩ থেকে ৪ মিনিট ম্যাসাজ করুন। এরপর ১৫ মিনিটের জন্য ত্বকে রেখে দিন এটি। 

এরপর সাধারণ জল দিয়ে ত্বক পরিষ্কার করুন। এতে ত্বকে জমে থাকা ময়লা দূর হবে।

ত্বক স্টিম করতে, পাত্রে জল নিন। ভালো করে ফুটিয়ে তোয়ালে দিয়ে মুখ ঢেকে রাখুন। কমপক্ষে ১০ মিনিটের জন্য এতে মুখ দিয়ে স্টিম নিন।

কফির ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এর জন্য একটি পাত্রে এক চামচ কফি পাউডার নিয়ে দই দিন। এই দুটি জিনিস মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার ত্বক থেকে কফির প্যাক খুলে ফেলুন।

সবশেষে ত্বকে ম্যাসাজ করুন। এর জন্য ২ চামচ অ্যালোভেরার মধ্যে এক চামচ কফি পাউডার মিশিয়ে নিন। অ্যালোভেরা এবং কফির প্যাকটি ২০ মিনিটের জন্য রেখে দিন।

শেষে জল দিয়ে মুখ ধুইয়ে ফেলুন