13 July, 2024

BY- Aajtak Bangla

পুরনো সোনার গয়নায় হলমার্ক নেই? মাত্র ৪৫ টাকায় হবে হলমার্কিং; কীভাবে? জানুন 

বর্তমানে হলমার্ক ছাড়া সোনার গয়না একেবারেই গ্রহণযোগ্য নয়। তা বিশুদ্ধ সোনা হিসেবে বিবেচিত হবে না।

গয়না কতটা খাঁটি তা জানা যায় সোনার হলমার্ক থেকে, এর থেকে সোনার স্বচ্ছতা বিচার করা হয়।

অনেক সময় জালি হলমার্ক ব্যবহার করা হয়, যে কারণে BIS স্বীকৃত সোনার হলমার্ক ও ৬ সংখ্যার হলমার্ক ডিজিট দেখে নিতে হয়।

তবে বেশিরভাগ বাড়িতেই মা-ঠাকুমাদের পুরনো গয়নায় হলমার্ক থাকে না। থাকলেও হয়তো তাতে ২২ ক্যারেট লেখা তবে হলমার্কের চিহ্ন নেই।

তাহলে পুরনো সোনার গয়নাগুলির কী হবে? 

চিন্তা নেই মাত্র ৪৫ টাকা খরচ করেই পুরনো সোনার গয়নায় হলমার্ক পেয়ে যেতে পারেন। এর জন্য কী করতে হবে জানুন।

পুরনো গয়নার পরীক্ষা করিয়ে হলমার্ক করিয়ে নিতে পারেন।

BIS স্বীকৃত Assaying & Hallmarking Centre-এ গিয়ে সেখানে মাত্র ৪৫ টাকার বিনিময়ে গয়না পরীক্ষা এবং হলমার্ক করানো হয়। 

যত পুরনোই হোক সোনা খাঁটি হলে তাতে হলমার্ক করিয়ে নেওয়া যাবে। 

পুরনো সোনায় যদি হলমার্ক থাকে তবে তা খাঁটি বলে বিবেচিত হবে। তাও তা পরীক্ষা করিয়ে নতুন করে হলমার্কিং করিয়ে নিতে পারেন।

কলকাতায় BIS স্বীকৃত Assaying & Hallmarking Centre কোথায় রয়েছে তা জানতে https://www.bis.gov.in/hallmarking-overview/hallmarking-centre/list-of-hallmarking-centres/ এরপর https://www.manakonline.in/MANAK/AHCListForWebsite- ক্লিক করে তালিকা দেখে নিন।