2 October, 2023
BY- Aajtak Bangla
বর্ষাকালে বিভিন্ন পোকামাকড়ের উৎপাত বেড়ে যায়। সেই সঙ্গে বেড়ে যায় মাকড়শার উৎপাত।
মার্কেটের স্প্রে দিয়েও কোন ফল হচ্ছে না।
এবার ঘরোয়া উপায়েই বাড়ি থেকে তাড়ান মাকড়শাকে।
মাকড়শা সাধারণত ঘরের কোণায় বাসা বাঁধে। প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি কোণা ভালো করে পরিষ্কার করতে হবে রোজ।
জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে স্প্রে করার বোতলে ঢালতে হবে। তারপর সেই জল মাকড়শার জালে স্প্রে করতে হবে। এতে পালাবে মাকড়শা।
জলে ভিনিগার মিশিয়েও স্প্রে করা যেতে পারে। এতেও মাকড়শা বাড়ি ছেড়ে পালাবে।
জলে হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে ভালো করে। মাকড়শা দেখলে তার উপর সেই জল স্প্রে করতে হবে।
মাকড়শা নতুন রঙের গন্ধ সহ্য করতে পারে না। বাড়িতে মাকড়শার উৎপাত বেড়ে গেলে দেওয়াল রং করিয়ে নিতে পারেন। তাতে মাকড়শা আর টিকতে পারবে না।
বর্ষাকালে ঘরের দেওয়ালে ড্যাম্প ধরে যায়। তখন সেখানে মাকড়শা বাসা বাঁধে। সেই জন্য ড্যাম্প ধরা দেওয়াল পরিষ্কার রাখতে হবে।