24 AUGUST 2024
BY- Aajtak Bangla
টানা বৃষ্টির মধ্যেও অফিস যেতে হচ্ছে। ফলে রোজকার জামা কাপড়ও কাচতে হচ্ছে। কিন্তু রোদ না থাকায় তা শুকাচ্ছে না।
ঠিকভাবে না শুকালে জামা-কপড় থেকে খারাপ গন্ধ বেরোতে থাকে। ফলে তা পরে বেরোনো যায় না।
এই সমস্যায় আমরা প্রায় প্রত্যেকেই জর্জরিত। তবে এই প্রতিবেদনে আমরা এর থেকেই সামাধানের উপায় নিয়ে আলোচনা করব।
কম জামাকাপড় হলে ড্রায়ার ব্যবহার করতে পারেন। ড্রায়ার দিয়ে জামাকাপড় অর্ধেক শুকিয়ে নিতে পারেন। তারপর সেগুলি পাখার হাওয়ায় মেলে দিন।
পাখার হাওয়ায় ভেজা জামাকাপড় মেলে দিলে শুকিয়ে যায়। কিন্তু একটু সময় নেয় বেশি।
ঘরে এসি থাকলে এসি ও পাখা একসঙ্গে চালিয়ে দিন। তাড়াতাড়ি জামাকাপড় শুকিয়ে যাবে।
বৃষ্টির দিনে ছাদে জামাকাপড় মেলার উপায় থাকে না। তখন ঘরের ভিতরেই দড়ি টাঙাতে হয়।
কিন্তু সেখানে ভেজা জামা একটির উপর আর একটি মেলবেন না। জায়গা কম থাকলেও প্রতিটি জামা আলাদা আলাদা করে ছড়িয়ে দিন।
আধ ভেজা জামার উপর একটি শুকনো তোয়ালে রেখে দিন। এবার এর উপর দিয়ে ইস্ত্রি চালান। ধীরে ধীরে ইস্ত্রি করুন। এতে ভিজে জামাকাপড় দ্রুত শুকিয়ে যাবে।