27 June, 2024

BY- Aajtak Bangla

বর্ষায় ১০ মিনিটে বালতি বালতি কাপড় শুকোন, শুধু লাগবে একটা বস্তা

আসছে বর্ষার মরশুম। এই সময়ে জামা কাপড় ধুলে একেবারেই শুকোতে চায় না। এটাই বর্ষার সবথেকে বড় জ্বালা।

বাড়ির ভিতরে তার, দড়ি লাগিয়ে কাপড় শুকোতে হয়, যা দেখতে যেমন ভালো লাগে না, ঠিক তেমন কাপড় থেকে দুর্গন্ধ বেরোয়।

তাই রোদের আশায় বসে না থেকে বর্ষার আগে একটা চটের বস্তা কিনে রাখুন।

চটের বস্তা সাবান দিয়ে ভাল করে ধুয়ে সাফ করে রাখুন। রোদে ভালো করে শুকিয়ে রাখুন।

বর্ষায় যেটা করবেন তা হল, জামা কাপড় কেচে একটি শুকনো বালতি নিন। বালতিতে বস্তা ঢুকিয়ে তার মধ্যে তোয়ালে বিছিয়ে ভিতরে কাপড়গুলি ঢুকিয়ে দিন। 

এবার তোয়ালেতে জোরে জোরে প্রেশার দিন।

বেশ কয়েকবার এটি করে কাপড়গুলি তুলে নিন।

দেখবেন সব কাপড়ের জল বেরিয়ে অর্ধেক শুকিয়ে গেছে। এরপর ফ্যানের তলায় মেলে দিন, ১০ মিনিটে শুকিয়ে যাবে। বর্ষায় আর চিন্তা নেই।