BY- Aajtak Bangla
13 OCTOBER, 2025
আপনি যদি স্নানের পর ঠিক করে চুল না মোছেন, তাহলেই দেখা দেবে নানা সমস্যা।
জানুন চুল ভাল রাখার কয়েকটি উপায়। যা, মানলেই এড়ানো সম্ভব একাধিক সমস্যা।
স্নান করার পর ভাল করে তোয়ালে দিয়ে চুল মুছে নেবেন। সুতির গামছা ব্যবহার করাও ভাল।
ভুলেও কখনও জোড়ে চাপ দিয়ে চুল মুছতে যাবেন না। চুলের ক্ষতি হবে।
চুল যদি শুকনো করতে হয় তাহলে জোড়ে চুল না মুছে, চুলে কাপড় জড়িয়ে রাখলে সেটা বেশি কার্যকরী। এতে চুল পরার ভয়ও থাকে না।
চুল শোকানোর জন্য হেয়ার ড্রায়ারের সাহায্য একদম নেবেন না। কারণ এর মধ্যে থেকে বেরনো গরম তাপ চুল তাড়াতাড়ি নষ্ট হয়ে জেতে পারে।
চুল শোকানোর জন্যে সিলিং বা স্ট্যান্ড ফ্যান ব্যবহার করুন। এছাড়া রোদের নিচে দাঁড়ালে তাড়াতাড়ি চুল শুকিয়ে যাবে।
দূষণ এড়াতে, বাইরে বেরনোর আগে চুলে কয়েক ফোটা সেরাম মাখুন।
চুল যখন ভেজা থাকে, চুলের গোঁড়া নরম হয়ে থাকে। তাই সরু দাঁতের চিরুনি ব্যবহার না করে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন।