13 July, 2024

BY- Aajtak Bangla

বর্ষায় জুতো ভিজে চুপচুপ করছে? ৪ উপায়ে ৫ মিনিটে শুকোবে

বর্ষা এসে গেছে, এই সময়ে প্লাস্টিক বা রাবারের জুতো না থাকলে কপালে দুঃখ অনিবার্য।

অফিস কাছারি, কলেজ, স্কুল যেতে আসতে বর্ষায় প্রায় সকলকেই এই সমস্যায় পড়তে হয়, তা হল বর্ষায় জুতো ভিজে চুপচুপে হয়ে যাওয়া।

এই ভিজে জুতো যদি পরদিন পরতে হয় তাহলে কী সমস্যাতেই না পড়তে হবে!

তাই বর্ষায় ভিজে জুতো শুকানোর ৪ কৌশল শিখে রাখুন। বেশি সময় লাগবে না। ১০ মিনিটেই জুতো শুকনো খটখট করবে।

প্রথমে পরিষ্কার জলে জুতো ১-২ বার ধুয়ে জল ঝরানোর জন্য মেলে দিন। জল ঝরে গেলে এবার হেয়ার ড্রায়ার দিয়ে সহজেই জুতোগুলো এক এক করে শুকিয়ে নিতে পারেন।

বর্তমানে জুতোর ড্রায়ারও পাওয়া যায়। এই ড্রায়ারটি এমন ভাবে ডিজাইন করা, যাতে তাদের ভিজে জুতো খুব সহজেই শুকিয়ে যায়। 

এগুলি আপনি এখন যে অনলাইন স্টোর গুলো রয়েছে, সেখান থেকেই কিনতে পারবেন। পোর্টেবেল শু ড্রায়ারও পাবেন, যা সঙ্গে নিয়ে যেতে পারবেন। দাম সাধ্যের মধ্যেই।

খবরের কাগজ ব্যবহার করেও খুব সহজে বর্ষাকালে ভেজা জুতো শুকাতে পারেন। প্রথমে ভেজা জুতো খবরের কাগজে মুড়িয়ে নিন। তাহলেই দেখবেন জুতোর সব জল শুষে নিয়েছে। 

কিছুক্ষণ পর সেই জুতোগুলো পাখার তলায় মেলে দিলে এক রাতেই শুকিয়ে দিল। পরের দিন জুতো অবশ্যই রোদে দেবেন।