13 May, 2024
BY- Aajtak Bangla
সাদা চুলের সৌন্দর্যই আলাদা। বিশ্বজুড়ে অল্প বয়সে বহু মানুষের মাথার চুল সাদা হয়ে যাচ্ছে।
অনেকে পাকা চুলেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, আবার অনেকে অস্বস্তি বোধ করেন। ফলে তাদের রং করাতে হয়।
অনেকে আবার চুল ও ত্বকের কথা ভেবে রং করাতে চান না, কিন্তু দাওয়াতে সাদা চুলেও যেতে চান না। চাইলে খুব সহজেই কিছুক্ষণের জন্য তাৎক্ষণিকভাবে সাদা চুল কালো করে ফেলা যায়। আর এটা করা যায় বাড়িতেই।
কোনও রাসায়নিক ছাড়া মাত্র ২ মিনিটে চুল কালো করে ফেলতে পারেন।
প্রাকৃতিকভাবে দুই উপায়ে চুল কালো করতে পারবেন। প্রথমটায় বিটরুটের রস দিয়ে। দ্বিতীয়টি কফি দিয়ে।
বিটের রস বানিয়ে তুলোয় চেপে চেপে লাগিয়ে হেয়ার ড্রায়ারে শুকিয়ে নিন। সব চুল কালো দেখাবে।
তুলোয় বিটরুটের রস ভিজিয়ে চুলে চেপে চেপে লাগিয়ে নিন। এপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন।
এছাড়া, কফি খুব ঘন করে জ্বাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর তুলো দিয়ে চাইলে অ্যালোভেরা জেল মেশাতে পারেন। এতে চুল ক্রিমজাতীয় ভাব চলে আসবে।
চুলে লাগানোর পর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন। ঘরোয়া এই দুই পদ্ধতিতে খুব সহজেই চুল কালো করা যায়।
প্রাকৃতিক উপায়ে তাৎক্ষণিক চুল কালো করার সময় ব্লো ড্রাই করতে হবে। তবে চুল ধুয়ে ফেললে রং ধুয়ে যাবে।
তেল লাগিয়ে শ্যাম্পু করে ফেললেও এই রং চলে যাবে। মাথায় অতিরিক্ত রং লেগে থাকলে তা ধুলেই চলে যাবে।