BY- Aajtak Bangla

বারান্দার টবেই ফুটবে থোকা থোকা অপরাজিতা, ৫ সহজ টিপস

06 March, 2025

অপরাজিতা ফুলের গাছ খুব সহজে বাগানে বা টবে লাগানো যায়। যেকোনো পরিবেশে এ গাছ সহজেই বেড়ে ওঠে।

ছোট বা বড় যেকোনো টবে বীজ বপন করা যায়। তবে লতানো গাছ হওয়ায় ১০ ইঞ্চির বড় টব নির্বাচন করলে গাছ ভালোভাবে বৃদ্ধি পায়।

অপরাজিতা যেকোনো মাটিতে ভালোভাবে জন্মায়। তবে গোবর সার, কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিলে ফুলের সংখ্যা বাড়ে।

অপরাজিতার ফুলের পরে ঝুলে থাকা শুঁটির মতো ফল শুকিয়ে গেলে বীজ সংগ্রহ করা যায়। এই বীজ পানিতে ভিজিয়ে রেখে পরে বপন করলে দ্রুত অঙ্কুরোদগম হয়।

অপরাজিতার ডাল কেটে পাতা ফেলে দিয়ে আর্দ্র মাটিতে লাগালে কিছুদিনের মধ্যে নতুন চারা গজিয়ে ওঠে।

অপরাজিতা গাছের জন্য পর্যাপ্ত সূর্যালোক প্রয়োজন। বারান্দা বা ছাদে এমন জায়গায় রাখতে হবে, যেখানে প্রতিদিন অন্তত ৪-৫ ঘণ্টা সূর্যালোক পড়ে।

গরমের দিনে প্রতিদিন জল দিতে হবে, তবে মাটির জলাবদ্ধতা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শীতে কম জল দিলেও চলে।

গাছের ভালো বৃদ্ধির জন্য মাসে অন্তত একবার জৈব সার দেওয়া যেতে পারে। অতিরিক্ত সার প্রয়োগ না করাই ভালো, কারণ এতে ফুল কমতে পারে।

অপরাজিতা লতানো গাছ হওয়ায় বাড়তি শাখা ছেঁটে দিলে গাছ আরও সুন্দরভাবে বেড়ে ওঠে। মাচা বা জালি দিয়ে গাছকে ওপরে উঠতে সাহায্য করা যেতে পারে।