BY- Aajtak Bangla

কোনদিকে মুখ করে খেলে ফেরে অর্থভাগ্য? জেনে নিন 

10 Apr 2025

অর্থভাগ্য ফিরে পেতে খাওয়া-দাওয়া খুব গুরুত্বপূর্ণ। কোন বারে কী খাবেন তার উপর নির্ভর করে আপনার ভাগ্য। শুধু তাই নয়, কোন দিকে বসে খেলে অর্থভাগ্য ফেরে তা জানা দরকার।

পূর্বদিকে মুখ করে খেলে শরীর ও মন ইতিবাচক থাকে। মানসিকভাবে শক্তিশালী হওয়া যায়। 

শাস্ত্রমতে, অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের সব সময় পূর্বদিকে মুখ করে খাওয়া দরকার। 

চাকরিজীবীদের কখনও পশ্চিমদিকে মুখ করে খেতে বসতে নেই। তাতে অমঙ্গল হয়।  .

বরং ব্যবসায়ীদের উচিত পশ্চিমদিকে মুখ করে খাওয়া। এতে সাফল্য আসে। বিত্তবান হন সেই ব্যবসায়ী। 

উত্তরদিকে মুখ করে খেলেও বাড়িতে অর্থের সমাগম হয়। সেজন্য ব্যবসায়ী ও চাকরুজীবীরা উত্তরদিকে বসে খেতে পারেন।

কমবয়সি ছেলে মেয়ে ও ছাত্রছাত্রীদের উত্তরদিকে মুখ করে খাদ্যগ্রহণ করা উচিত। তাহলে বিদ্যাবুদ্ধি ভালো থাকে।  ।  

তবে দক্ষিণদিকে মুখ করে কখনও খাবেন না। এই দিকটি শুভ নয়। এর ফলে দুর্ভাগ্য বাড়ে। ।

দক্ষিণ দিক যমের দিক, তাই ওই দিকে মুখ করে বসে খেলে দেবী লক্ষ্মী অত্যন্ত অপ্রসন্ন হন। অর্থেরও নাশ ঘটে।