25 March, 2025
BY- Aajtak Bangla
মা-বাবারা চান, সন্তানরা পড়াশোনায় মনোনিবেশ করুক। শিশুদের মধ্যে কিছু অভ্যাস গড়ে তোলা দরকার।
চলুন জেনে নিই কোন কোন অভ্যাস বাচ্চাদের পড়াশোনায় উৎসাহিত করে-
রুটিন- শিশুর জন্য একটি রুটিন ঠিক করুন। এই রুটিনে খেলা থেকে পড়াশুনো পর্যন্ত সময় ঠিক করুন।
ছোট বাচ্চাদের পড়াশোনার জন্য ৩ বা ৪ ঘণ্টা সময় বরাদ্দ করুন। পড়াশুনোর অভ্যাস তৈরি হবে।
পড়ার ঘর- আলাদা পড়ার জায়গা তৈরি করে দিন। অধ্যয়নে মনোযোগ এবং একাগ্রতা প্রয়োজন।
চাপ নয়-বাচ্চাদের সব সময় পড়াশোনা করতে বলবেন না, এতে তাদের মনে পড়ালেখার প্রতি ভয় তৈরি হয়।
শেখার জন্য তার চেষ্টার প্রশংসা করুন। পড়াশুনোর বাইরে সে কোনও কাজ করলেও বাহবা দিন।
লেখার অভ্যাস- পড়া মুখস্থ করা, সেগুলি লিখে রাখার অভ্যাসও গড়ে তুলুন।
স্বাস্থ্যকর খাবার- শিশুদের স্বাস্থ্যকর খেতে দিন। সকাল ও সন্ধ্যায় নিয়মিত দুধ পান করতে বলুন।
ঘুম- ভালো পড়াশুনোর জন্য প্রতিদিন ভালো ঘুমও জরুরি। এ জন্য সঠিক সময়ে ঘুমোনোর অভ্যাস গড়ে তুলুন।