02 DECEMBER 2025
BY- Aajtak Bangla
অনেকেই না বুঝে গরম খাবার খেয়ে ফেলে, তারপর জিভ পুড়ো যায়। কী করবেন এরকম হলে?
জিভ পুড়ে গেলে খেতে এবং কথা বলতে অসুবিধা হয়। জিভ জ্বালা করে।
এই অবস্থা হলে তাড়াতাড়ি কোনও ব্যবস্থা নেওয়া উচিত। জিভ পুড়ে গেলে রান্নায় নুন-ঝাল দুটি খেলেই জ্বালা করে।
বাড়িতে ঘরোয়া প্রতিকার জিভ জ্বালাপোড়া থেকে মুক্তি মিলতে পারে। এর জন্য ঠান্ডা দুধ মুখে রাখতে পারেন।
প্রথমত ঠান্ডা জল খাওয়া উচিত।
দই, দুধ বা ঘি- র মধ্যে যে কোনও একটা খেয়ে নেওয়া উচিত।
লেবুর রস দিলে তাড়াতাড়ি ক্ষত সারবে।
নুন জল ঠান্ডা জলে দিয়ে কুলকুচি করে ধুয়ে নিন।
মিছরি এবং শুকনো আদা মুখে রাখুন। এভাবে উপকার মিলতে পারে।