09 June, 2023

BY- Aajtak Bangla

বাজার থেকে দেশি নাকি চিনা লিচু কিনছেন? পরখ করুন

গ্রীষ্মের মরসুম শুরু হলেই বাজারে অনেক মৌসুমি ফল পাওয়া যায়।

এই ফলগুলির মধ্যে রয়েছে লিচু, যা সুস্বাদু হওয়ার পাশাপাশি গ্রীষ্মের নানা সমস্যা থেকেও রক্ষা করে।

বর্তমানে বাজারে দুই জাতের লিচু বিক্রি হচ্ছে। একটি দেশি লিচু এবং অন্যটি চাইনিজ লিচু।

চাইনিজ এবং দেশি লিচুর মধ্যে পার্থক্য কী সেটা কেনার আগে জেনে নিন।

দেশি লিচুর আকৃতি ওপর থেকে নীচ পর্যন্ত বলের মতো গোলাকার এবং এর রং উজ্জ্বল লাল হয়। এর স্বাদ খুবই মিষ্টি।

চিনা লিচু ওপরের দিকে গোলাকার কিন্তু নিচের দিকে সরু হয়ে যায়।

চিনা লিচু কম লাল এবং স্বাদও কিছুটা টক। 

দেশি লিচুর বীজ চিনা লিচুর চেয়ে ছোট।