BY- Aajtak Bangla

কোনও জিনিস কোথায় রাখেন মনে করতে পারেন না? রইল টোটকা 

6 June  2024

কোনও জিনিস হয়তো কোথাও রেখেছেন তবে তা আর পরে মনে করতে পারছেন না। এমনটা প্রায় হয়। 

ভুলো মন এর জন্য দায়ী। কোনও কোনও সময় তো কোথাও একটা জিনিস রাখার পর আর মনেই পড়ে না। ফলে সেই প্রয়োজনীয় জিনিসটি হারিয়ে যায়। 

তবে এর একটা সহজ টোটকা রয়েছে। যদি মেনে চলেন তাহলে হাতেনাতে ফলাফল পাবেন। 

যদি কোনও জিনিস হারিয়ে ফেলেন বা মনে করতে না পারেন কোথায় রেখেছেন তাহলে একটি ছোট্ট কাজ করুন। 

প্রথমে দুই আঙুলে দু চিমটে হলুদ নিন। নিচে রাখুন একটি  খবরের কাগজ। এবার হাতে থাকা দুই চিমটে হলুদ উপর থেকে কাগজে ফেলুন।  . .

এবার সেই কাগজ মুড়িয়ে বালিশের নিচে রেখে ঘুমোন।  . .

সকালে স্নান করতে যাওয়ার সময় সেই কাগজে যে হলুদ গুড়ো লেগে থাকবে তা জলে মিশিয়ে নিন। 

এবার সেই জলে স্নান করুন। তাহলেই হবে। স্নান করে বেরোনোর পর দেখবেন কোথায় জিনিস রেখেছেন তা মনে পড়ে যাবে। 

এই টোটকা ফলো করলেই হাতেনাতে সুফল পাবেন। হারানো জিনিস খুঁজে পাবেন।