BY- Aajtak Bangla
16 OCTOBER, 2023
পুজো এসে গেল। ত্বক বা চুলের যত্ন তো নিচ্ছেন। কিন্তু তাই বলে ঠোঁটের কথা ভুলে যাবেন না কিন্তু।
পুজোর পাশাপাশি ঠোঁট আবার ভালোবাসা প্রকাশের অন্যতম অঙ্গ।
তাই সঙ্গী যাতে সারাক্ষণ সেখানে আটকে থাকতে পারে তার বন্দোবস্ত আপনাকেই করতে হবে।
পুজোর আগে বলি তারকাদের মতো সুন্দর আকর্ষণীয় গোলাপি ঠোঁট পেতে কী করবেন জানুন।
হাতের আঙুলে বেশ খানিকটা নারকেল তেল লাগিয়ে নিন। এ বার সেই তেল আলতো করে আপনার ঠোঁটে লাগিয়ে নিন।
৩০ মিনিট সময় দিন তেলটি শুকনোর জন্য। এবার একটি টিস্যু পেপার দিয়ে মুছে নিন। ঠোঁট হবে নরম।
একটি পাত্রে এক টেবিল চামচ লেবুর রস এবং এক ফোঁটা মধু মিশিয়ে নিন। সেই মিশ্রণটিকে লাগিয়ে নিন আপনার ঠোঁটে।
১৫ মিনিট পর মিশ্রণটি জল দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁট থাকবে মোলায়েম।
অ্যালোভেরাও ঠোঁটের জন্য সেরা। অ্যালোভেরা ঠোঁটে মেখে ১৫ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন।
একটি পাত্রে ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ ফোঁটা মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এ বার সেই মিশ্রণটি তুলোর সাহায্যে ঠোঁটে লাগিয়ে নিন। পাঁচ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
চিনি ও অলিভ অয়েল মিশিয়েও ঠোঁটে মাখতে পারেন। এতে ঠোঁটের মরা কোষ উঠে ঠোঁট আরও নরম হয়।