1 May, 2024
BY- Aajtak Bangla
আয়না জুড়ে জলের ছাপ। অনেকের বাড়িতেই এই সমস্যা হয়।
আয়নায় এভাবে জলের দাগ লেগে থাকলে তা কীভাবে সাফ করবেন? রইল সেই উপায়।
সাবান এবং জলে থাকা খনিজের প্রভাবে আয়নায় এই ছাপ পড়ে।
সপ্তাহে অন্তত ১ দিন আয়না এভাবে সাফ করুন। এই পদ্ধতিতে কোনও ব্র্যান্ডেড গ্লাস ক্লিনারেরও প্রয়োজন নেই।
প্রথমে একটি পাত্রে সমপরিমাণে ভিনিগার ও জল মিশিয়ে নিন।
এরপর একটি নরম কাপড় সেই মিশ্রণে ভিজিয়ে তাই দিয়ে আলতো হাতে আয়না মুছে ফেলুন।
এরপর টিস্যু পেপার বা পুরানো কাগজ নিন। তাই দিয়ে ভেজা আয়না মুছে নিন।
কাগজ দিয়ে মোছার ফলে অতিরিক্ত জল টেনে যাবে। কাঁচে কোনও দাগ থাকবে না।
এভাবে মুছলে কাঁচে কোনও অতিরিক্ত জল থেকে যাবে না। তাই দাগ হওয়ারও সম্ভাবনা নেই।