6 May, 2024
BY- Aajtak Bangla
গরমে ঘাম ও ময়লার কারণে চুলে খুশকি বাড়ে। কারণ ত্বক শুকিয়ে যায়।
শ্যাম্পু-কন্ডিশনার দিয়েও এই খুশকি যায় না। তাই প্রাকৃতিক উপায়েই তাড়ান খুশকি।
Mint leaves For Hair খুশকি তাড়াতে সহায়ক পুদিনা পাতা। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল। কীভাবে মাথায় দেবেন?
খুশকি, মাথার উকুন দূর করে ও মাথার ত্বকের সমস্যাও দূর করে পুদিনা পাতা। চুলকানি হয় না।
জেনে নিন কীভাবে পুদিনা পাতা থেকে হেয়ার মাস্ক তৈরি করা যায় এবং তা লাগানোর পদ্ধতি।
পুদিনা পাতাগুলিকে ধুয়ে নিন। তারপর ভাল থেকে করে থেঁতো করে নিন। মিক্সার ব্যবহারও করতে পারেন।
পাতা বাটায় লেবুর রস এবং অ্যালোভেরা জেল দিন।
আপনার হেয়ার মাস্ক তৈরি। এবার ২০ মিনিটের জন্য মাথায় রেখে দিন।
২০ মিনিট রাখার পর চুল ধুয়ে ফেলুন। পুদিনা পাতার নির্যাসে ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে।
শুধু পুদিনা পাতা পিষেও সরাসরি চুলে লাগাতে পারেন। এটাও উপকারী। সপ্তাহে অন্তত একদিন করুন।