BY- Aajtak Bangla

ফর্সা হতে চান নাকি? বাসি ভাতই ফেরাবে গায়ের রং

29 April, 2025

কর্মব্যস্তময় যুগে এখন গায়ের রং ফর্সা থেকে ক্রমশঃ তা তামাটে রংয়ে পরিণত হয়েছে।

সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকে ট্যান পড়ে আর তা তোলার পরও গায়ের আগের রং ফেরে না।

তবে যদি আগের মতো ফর্য়া রং চান তবে আপনাকে কোরিয়ানদের স্কিন কেয়ার রুটিন মানতে হবে। যা একেবারেই সহজ।

কোরিয়ানরা তাঁদের ত্বকের যত্নে ভাতকে প্রাধান্য দিয়ে থাকেন। চালে ও ভাতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বককে ফর্সা ও দাগহীন করতে সাহায্য করে।

আসুন তাহলে শিখে নিন ভাত বা চাল দিয়ে তৈরি প্রাকৃতিক ফর্সা হওয়ার ক্রিম।

একটি ছোট বাটিতে ২ টেবিল চামচ চাল জলে ভিজিয়ে রাখুন। ৫-১০ মিনিট পর চালগুলো ভালো করে ধুয়ে নিন।

এবার একটি প্যানে সামান্য জল দিয়ে চালগুলো সেদ্ধ করে নিতে হবে। ভাতগুলো যেন অনেকটা নরম হয়, তাহলে চামচ দিয়েই ব্লেন্ড করে নিতে পারবেন।

ভাত ব্লেন্ড করার পর অ্যালোভেরা জেলে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল রাইস জেল ক্রিম মাস্ক। এবার একটি কটন প্যাড দিয়ে মুখে ব্যবহার করুন এ ক্রিম।

১০-১৫ মিনিট মুখে রেখে এরপর ধুয়ে ফেলুন। এ রাইস জেল ক্রিম ব্যবহারের ফলে ত্বকের মৃত কোষ দূর হবে। ফলে প্রাকৃতিকভাবেই ত্বক হয়ে উঠবে উজ্জ্বল।