19 April, 2024
BY- Aajtak Bangla
আমাদের সকলের বাড়িতেই বিভিন্ন রান্নায় এলাচ ব্যবহার করা হয়।
সকলের প্রিয় বিরিয়ানি বানাতে এই উপাদান লাগবেই লাগবে।
কিন্তু কখনও শুনেছেন ত্বক ভালো রাখতে এলাচ ব্যবহার হয়?
আসুন জেনে নেওয়া যাক গরম মশলায় থাকা এই জিনিস কীভাবে ত্বকের জেল্লা বাড়াতে পারে।
৫ থেকে ১০টি এলাচ গুঁড়ো করে নিন। এবার তারমধ্যে দুধ এবং মধু দিয়ে একটি গাঢ় পেস্ট তৈরি করে নিয়ে রোজ মুখে মাখুন। কয়াকদিন মাখলেই উপকার দেখতে পাবেন।
এছাড়াও আপনি টক দইয়ের মধ্যে এলাচের গুঁড়ো মিশিয়ে একটি প্যাক তৈরি করতে পারেন। ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে মুখ ধুয়ে ফেলুন। চাইলে একটু বেসন মিশিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো কাজ দেবে।
কয়েকটি এলাচ জলে দিয়ে ফুটিয়ে নিন। ভালো করে ফুটে গেলে জলটি ঠান্ডা করে একটি পাত্রে ঢেলে নিন এবং সেই জল দিয়ে মুখ ধুতে থাকুন। জেল্লা বাড়বেই।
মুখের দুর্গন্ধ কাটাতেও এলাচের জল বেশ উপকারী। কোন কিছু খাওয়ার পর যদি আপনার মুখ থেকে গন্ধ বেরোয় তাহলে এই জল দিয়ে মুখ ধুয়ে নেবেন, সমস্যা মিটে যাবে।
কিন্তু অনেক মানুষের এলাচে অ্যালার্জি থাকে। তাঁরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এলাচ ব্যবহার করবেন।