27 April, 2025

BY- Aajtak Bangla

প্রচুর ফুলে ভরে উঠবে বেল ফুল গাছ, মাটিতে দিন এই জিনিস

গরমে ফোটে বেলু ফুল। গাছ ভরে উঠবে সাদা ফুলে ও মম গন্ধে। কীভাবে?

অনেকেই বলেন, বেল গাছে ফুল আসে না। কয়েকটি টিপস মানলেই ফুলের সুবাসে ভরে উঠবে ঘর।

বেল গাছের পাতা দেখতে খুব সুন্দর। ফুল ধরে না যখন মাটিতে পুষ্টির অভাব থাকে। 

গাছে খুব বেশি বা কম জল দিলে খারাপ প্রভাব পড়ে।

বেল ফুল তেমন না এলে, শিকড় ছাঁটুন। রাখুন অন্য টবে। খালি মূল কাটবেন না।  

গাছে ১৫ থেকে ২০ দিনের মধ্যে ফুল আসতে থাকবে। 

এরপর এক সপ্তাহ পরে ছাঁটুন গাছের ডাল ও পাতা। মাটি শুকোতে দেবেন না। নিয়মিত জল দিন।

বেল ফুল গাছে ক্যালসিয়াম, জিঙ্ক এবং ফসফরাস সমৃদ্ধ সার দিন।

গোবর সার দিয়ে ২ চামচ ক্যালসিয়াম পাউডার, আয়রন পাউডার, পাতা কম্পোস্ট, নিম পাতা মিশিয়ে নিন।

গাছ ছোট থাকলে খালি গোবর দিন।  কারণ খুব বেশি সার দিলে ক্ষতি হয় গাছের।