4 November,, 2024

BY- Aajtak Bangla

এই ক্যাপসুল ভেঙে মেশান নারকেল তেলে, টাক ঢেকে গজাবে নতুন চুল

সকলেই লম্বা, কালো এবং ঘন চুল চান। এই ইচ্ছা পূরণের জন্য সব ধরনের চেষ্টা করেন। 

কখনও চুলে তেল, কখনও ডায়েট পরিবর্তন করেন। বাজারের শ্যাম্পু, তেলও ব্যবহার করেন।

কিন্তু হতাশা ছাড়া আর কিছুই জোটে না। কারণ চুল লম্বা ও ঘন হয় না। কী করবেন তাহলে- 

নারকেল তেলে একটি জিনিস দিন। তাতেই ঘন ও কালো চুলের স্বপ্ন পূরণ হবে। ভিটামিন ই চুলে প্রচুর পুষ্টি জোগায়। অ্যান্টিঅক্সিডেন্ট আছে এতে। 

ভিটামিন ই চুলের কোষের ক্ষতি রোধ করা যায়। মজবুত করে চুল। নারকেল তেলে এই ভিটামিন মেশালে চুলের হাইড্রেশন এবং শক্তি দুটোই মেলে।

নারকেল তেলে মেশান ভিটামিন ই । এক বাটি নারকেল তেল নিন। 

এই তেল একটু গরম করে একটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে নিন। ভালো করে মেশান। 

আঙুলের ডগায় নিয়ে চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করুন। অন্তত ১ ঘণ্টা অপেক্ষা করুন। 

চুল শুষ্ক হলে এই মিশ্রণটি সারারাত লাগাতে পারেন। হালকা শ্যাম্পুর সাহায্যে চুল ধুয়ে ফেলুন। 

চুল শুকোনোর জন্য ড্রায়ার ব্যবহার করবেন না বা তোয়ালে দিয়ে শুকিয়ে নিন।