11 August, 2024
BY- Aajtak Bangla
চুল ঘন করতে অনেকেই হেয়ার মাস্ক ব্যবহার করেন। তাতেও লাভ হয় না।
আয়ুর্বেদে এমই একটি পাতা আছে যা খেলে চুল লম্বা ও ঘন হবে। সেই সঙ্গে ত্বকও যৌবন ধরে রাখে। পুরুষত্বও থাকবে।
এই জাদুকরী পাতার নাম সজনে পাতা।
প্রতিদিন রাতে ঘুমোনোর আগে সজনের সবুজ পাতা খেয়ে নিন। এক মাসের মধ্যে চুল কালো, লম্বা ও ঘন হয়ে যাবে।
সজনে পাতায় আছে ভিটামিন এ, বি, সি, বায়োটিন এবং অ্যামাইনো অ্যাসিড।
এছাড়া আছে কেরাটিন। যা চুলের ফলিকল সুস্থ রেখে কোলাজেন তৈরি করে।
কোলাজেন চুল এবং ত্বক উভয়ের উজ্জ্বলতা বাড়ায়। পাতা চিবিয়ে খেতে না পারলে পিষে পেস্ট করে চুলে লাগান।
সজনে পাতা চিবিয়ে নিন। চুল লম্বা ও ঘন হবে। বন্ধ হবে চুল পড়া। ত্বকের জন্যও দরকারি কোলাজেন। বলিরেখা পড়ে না।
সজনে পাতা পিষে এসেনশিয়াল অয়েলের সঙ্গে মেশান। এর পর চুলে লাগান। চুল নরম হবে। কালো ও ঘনও করবে।
সজনে পাতা পুরুষত্বও ধরে রাখে। বুড়ো বয়সেও থাকে পুরুষ হরমোন।