7 NOVEMBER, 2024
BY- Aajtak Bangla
শীত থেকে বসন্ত পর্যন্ত বেশ লম্বা সময় ধরে চলে গাঁদা ফুলের মরসুম।
প্রায় মার্চ পর্যন্ত ঝলমলে ফুলে ভরে থাকে গাছ।
কিছু জাতের গাঁদা গাছ গ্রীষ্মেও ফুল দেয়। এই গাছের খুব বেশি পরিচর্যা লাগে না।
সঠিক পরিবেশ পেলেই ভালো ফুল দেয় গাঁদা গাছ।
পাশাপাশি প্রয়োজন সঠিক সার। জেনে নিন বাড়িতে গাঁদা গাছের যত্নে কিছু টিপস।
শুকনা কলার খোসা ছোট টুকরো করে কেটে নিন। এর সঙ্গে মেশান শুকনো ডিমের খোসা। এই দুই উপাদানের সঙ্গে গোবর সার কিংবা ভার্মি কমপোস্ট সার মিশিয়ে টবের মাটিতে মিশিয়ে দিন।
ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম মিলবে এই সার থেকে। গাছে প্রচুর কুঁড়ি আসবে, ফুল আসবে সারটি প্রয়োগ করলে।
গাঁদা গাছকে সবসময় সূর্যের আলোতে রাখুন। রোদ না পেলে ফুল ফুটবে না গাছে। কমপক্ষে ৬ ঘণ্টা সূর্যালোক প্রয়োজন গাঁদার।
বেশি জলের প্রয়োজন হয় না গাঁদা গাছের। এর মাটি ভালোভাবে নিষ্কাশন করা জরুরি। প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন নেই। তবে মাটি আর্দ্র থাকতে হবে।
পোকামাকড়ের উপদ্রব দেখা দেয় গাঁদা গাছে। স্পাইডার মাইট গাঁদা গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে। নিমের তেল জলে মিশিয়ে ব্যবহার করতে পারেন কীটনাশক হিসেবে।
গাঁদা গাছের জন্য সঠিক সার খুবই গুরুত্বপূর্ণ। এতে খুব বেশি সার লাগে এমন নয়। কম পুষ্টিসমৃদ্ধ মাটিতেও গাঁদা ফুল জন্মায়। খুব বেশি সার দিয়ে ফেললেই বরং ফুল ফুটবে না গাছে।