28 March,, 2023

BY- Aajtak Bangla

মেহেন্দির সঙ্গে মেশান এই ৫ জিনিস, কুচকুচে কালো হবে পাকা চুল

আজকাল কম বয়সেই চুল পেকে যাচ্ছে। মেহেন্দি দিয়েই চুল ন্যাচরালি কালো করতে পারেন। 

মেহেন্দির সঙ্গে ৫ জিনিস মেশালেই প্রাকৃতিকভাবে কালো হয় চুল। রইল তার টিপস-

মেহেন্দি, ডিম এবং লেবু- ডিম ও লেবু দুটোই চুলের জন্য উপকারী। ২-৩ চামচ মেহেন্দি, ১টি ডিমের সাদা অংশ এবং ২-৩ চামচ লেবুর রস মিশিয়ে নিন।

প্রয়োজনমতো জল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন ৪-৬ ঘণ্টা। তারপর সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে মাথা ঘষুন।

তেল- মেহেন্দির সঙ্গে মেশান সর্ষের তেল এবং ক্যাস্টর অয়েল। ৫০ml তেল নিন। ৫ চামচ মেহেন্দি পাউডার মেশান। প্যানে গরম করুন। 

ঠান্ডা করে একটি বোতলে রেখে দিন। স্নানের আগে চুলে এই তেলটি লাগান।

কফি- ২-৩ চা চামচ মেহেন্দি আর এক চা চামচ কফি মেশান। জল দিয়ে গরম করে পেস্ট তৈরি করুন। 

ঠান্ডা করে চুলে লাগিয়ে ৪ ঘণ্টা রেখে দিন। এরপর চুল ধুয়ে ফেলুন।

কলা- পাকা কলার পেস্ট করে ২-৩ চামচ মেহেন্দি মেশান। চুলে ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

আমলা- ২ চামচ আমলা পাউডারের সঙ্গে ৩ চামচ মেহেন্দি মেশান। জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে চুল ধুয়ে ফেলুন। এতে চুল কালো হবে।