22 February 2024
BY- Aajtak Bangla
ফেসবুক খুললেই দেখতে পাবেন নানা ধরনের ছোট ভিডিও। এগুলিকে রিলস বলে। যে পারছে এখন ফেসবুকে রিলস বানাচ্ছেন ও টাকা রোজগার করছেন।
এখন ফেসবুকের রিলস থেকেও ভালো টাকা আয় করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কত টাকা আপনি রোজগার করতে পারেন।
ফেসলুক রিলস ভিডিও মূলত ৩ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে।
কোনও ব্যক্তির ১০ হাজার ফলোয়ার, ৫টি ভিডিও এবং গত ৬০ দিনে ৬ লাখ মিনিটের ভিউ থাকলে সেটি অ্যাড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। এই অ্যাড থেকে আসা অর্থের ৫৫ শতাংশ ক্রিয়েটর এবং বাকি ৪৫ শতাংশ ফেসবুক পাবে।
এছাড়াও, একজন ব্যবহারকারী রিলস দেখার সময় স্টার দিতে পারবে। প্রতি ১০০ স্টারে ১ ডলার পাওয়া যাবে।
রিলস প্লে বোনাস প্রোগ্রামে কোনও ভিডিওতে ৩০ দিনে ১ হাজার ভিউ এলে অর্থ পাওয়া যায়। এতে ৩৫ হাজার ডলার বা ২৮ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে।
এর জন্য ব্যবহারকারীদের অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। এটি এমন নির্মাতাদের পুরস্কৃত করবে যারা উচ্চ-মানের অরিজিনাল কন্টেন্ট তৈরি করবে।
ক্রিয়েটরদের এক মাসে ৪ হাজার ডলার বা প্রায় ৩ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। প্রতি মাসে চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবেন ক্রিয়েটররা। একজন কন্টেন্ট ক্রিয়েটর একটি চ্যালেঞ্জ সম্পূর্ণ করলে অপর একটি চ্যালেঞ্জ খোলে।
যখন আপনার ৫টি রিল ১০০-১০০ বার চালানো হয়, তখন কোম্পানি ২০ ডলার পুরস্কার দেবে। এরপর একটি নতুন চ্যালেঞ্জ ২০টি রিল ৫০০-৫০০ বার চালানো হয়, তাহলে কম্পানি ১০০ ডলার পুরস্কার দেবে।