28 MARCH 2025

BY- Aajtak Bangla

গরম খাবার খেয়ে জিভ পুড়েছে? এই জিনিস ঘষে তৎক্ষণাৎ 'রিলিফ'

না বুঝে আচমকা গরম খাবার এবং পানীয় খেতে গেলে জিভ প্রায়ই পুড়ে যায়।

জিভ প্রায়ই পুড়ে যায়

জিভ পুড়ে গেলে খেতে এবং কথা বলতে অসুবিধা হয়। জিভ জ্বালা করে।

জিভ জ্বালা

এই অবস্থা হলে  তাড়াতাড়ি কোনও ব্যবস্থা নেওয়া উচিত। জিভ পুড়ে গেলে রান্নায় নুন-ঝাল দুটি খেলেই জ্বালা করে।

বাড়িতে ঘরোয়া প্রতিকার জিভ জ্বালাপোড়া থেকে মুক্তি মিলতে পারে। এর জন্য ঠান্ডা দুধ মুখে রাখতে পারেন।

ঠান্ডা দুধ

প্রথমত ঠান্ডা জল খাওয়া উচিত।

দই, দুধ বা ঘি- র মধ্যে যে কোনও একটা খেয়ে নেওয়া উচিত।

লেবুর রস দিলে তাড়াতাড়ি ক্ষত সারবে।

নুন জল ঠান্ডা জলে দিয়ে কুলকুচি করে ধুয়ে নিন।

মিছরি এবং শুকনো আদা মুখে রাখুন। এভাবে উপকার মিলতে পারে।