4th October, 2024

BY- Aajtak Bangla

নির্ভয়ে পরুন নতুন জুতো, এই উপায় মানলে ফোস্কা পরবে না গ্যারান্টি

মহালয়া থেকেই চারদিক জুড়ে পুজো পুজো ভাব। জামা-ব্যাগ-গয়নার সঙ্গে কেনা হয়ে গিয়েছে ম্যাচিং জুতোও।

ফ্ল্যাট কিংবা বক্স হিল, ওয়েজ কিংবা পেনসিল হিল— অনেক জুতোই ঢুকে পড়েছে আপনার শপিং ব্যাগে।

কিন্তু নতুন জুতো পরার আগেই ফোস্কার চিন্তা শুরু। তবে সারারাত জেগে প্যান্ডেল হপিং করার আগে জানুন ফোস্কা না পরার উপায়।

জুতো পরার আগের দিন রাতে কোনও ময়শ্চারাইজার, পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ভাল করে মাখিয়ে রাখুন জুতোর গায়ে।

সারা রাত ও ভাবেই রাখুন। সকালে কোনও কাপড় দিয়ে তা মুছে পায়ে গলান জুতো। জুতো পরার সময় পায়েও মেখে নিন ময়শ্চারাইজার। এতে ফোস্কার ঝুঁকি কমে।

জুতোর নির্দিষ্ট কিছু অংশের চামড়া মোটা থাকলে ত্বকের সঙ্গে ঘষা লেগে ফোস্কা পড়ার আশঙ্কা বাড়ে।

সে ক্ষেত্রে ওই অংশগুলিতে ভাল করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে জুতোর চামড়া নরম হবে।

ফোস্কা নিয়ে কষ্ট করে হাঁটাচলা করতে যাবেন না। ফোস্কার জায়গায় অ্যান্টিসেপটিক ক্রিম ও ব্যান্ড এড লাগান।

ফোস্কা থেকে রেহাই পেতে বরফ দারুণ কাজের। তা ছাড়া সামান্য জলের সঙ্গে আটা গুলে থকথকে মণ্ডটি ফোস্কার উপর লাগাতে পারেন। এতেও ফোস্কার ক্ষত শুকোয় তাড়াতাড়ি।