BY- Aajtak Bangla

রান্নাঘরে বাড়ছে তেলাপোকার উৎপাত, এই পাতার গুঁড়োতেই পালাবে বাপধন

20th November, 2024

বাড়িতে আরশোলার উপদ্রব নেই এমন বাড়ি খুঁজে পাওয়া যাবে না।

রান্নাঘর ও বাথরুমেই আরশোলার আনাগোনা সবচেয়ে বেশি। আর এদের জ্বালাতনে প্রাণ ওষ্ঠাগত।

যতই কেমিক্যাল বা স্প্রে করুন না  কেন, আবার ঘুরে ফিরে আসে এই তেলাপোকা বা আরশোলা।

এদের জ্বালায় রান্নাঘরে খাবার রাখার উপায়ও নেই।

সব গৃহিনীদেরই এই আরশোলা নিয়ে একই সমস্যা।

তবে আরশোলা তাড়ানোর জন্য রান্নাঘরেই রয়েছে এক মহার্ঘ উপায়।

যেটার গন্ধে আরশোলা রান্নাঘরের ত্রিসীমানায় ঘেঁষবে না।

তেজপাতা হল সেই পাতা যার গন্ধ একেবারে সহ্য করতে পারে না আরশোলা।

ঘর বা রান্নাঘরের যে সব জায়গায় আরশোলার উৎপাত বেশি, সেখানে তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিন।

অথবা তেজপাতার জল ফুটিয়ে তা সব জায়গায় ছড়িয়ে দিলে খুব সহজেই আরশোলার উপদ্রব থেকে মুক্তি পাবেন।