13 June, 2024

BY- Aajtak Bangla

ব্রণ ও দাগ ভর্তি মুখ, এভাবে কালো জিরে মাখলেই ক্লিয়ার স্কিন

মুখে রাসায়নিক প্রসাধনী লাগিয়ে ক্লান্ত? তবুও ব্রণ ও দাগ দূর হচ্ছে না।

কালো জিরে দিয়েই ত্বকে দাগ, ব্রণ দূর করতে পারেন। রইল দুর্দান্ত টেকনিক।

কালো জিরেতে আছে থাইমোকুইনোন, থাইমোহাইড্রোকুইনোন, ডিথাইমোকুইনোন, থাইমল।

ঔষধি গুণে ভরপুর কালো জিরে। চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এ থেকে তৈরি তেল ওষুধেও লাগে।

এবার জেনে নিন কীভাবে মুখে লাগাবেন কালো জিরে, রইল টিপস।

১ চামচ কালো জিরে নিয়ে পিষে নিন। সামান্য দই বা দুধ মেশান এতে।

এই পেস্টটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

মাস্কও তৈরি করতে পারেন। এক চামচ কালো জিরে পিষে মধু মেশান।

১০-১৫ মিনিট রাখার পর মুখ ধুয়ে ফেলুন। একমাস ব্যবহার করলে ফল দেখতে পাবেন।

ত্বকে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলির সঙ্গে লড়াই করে কালো জিরেতে থাকা তেল। ব্রণ প্রতিরোধে সাহায্য করে।