06 NOVEMBER 2024
BY- Aajtak Bangla
হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। প্রতিটি গৃহস্থের বাড়িতে তুলসী গাছ থাকে।
সেই গাছ পুজো করা হয়। কোনও কোনও বাড়িতে আবার সকাল সন্ধে প্রদীপও জ্বালানোও হয়।
তুলসী গাছ মরে যাওয়াকে অশুভ বলে মনে করা হয়। সেজন্য এই গাছ বাঁচিয়ে রাখতে চান সবাই।
তবে তুলসী গাছের গোড়ায় সাদা পোকা লেগে যায়। সেই পোকা এতটাই ছোটো যে খালি চোখে অল্পই পড়ে।
লাল পিঁপড়েও তুলসী গাছের গোড়ায় বাসা বাঁধে। এতে গাছের ক্ষতি হয়। গাছ মরে যায়।
তুলসী গাছের পরিচর্যা সেজন্য প্রয়োজন। বাজার থেকে কেনা স্প্রে দিয়ে তুলসী গাছের পরিচর্যা করা সম্ভব নয়।
সেজন্য ঘরোয়া উপায় রয়েছে। নুন দিতে হয় তুলসী গাছের গোড়ায়। তাহলেই গাছ ভালো থাকবে।
সেজন্য নুন ও জলের স্প্রে করতে হবে। এক লিটার জল নিয়ে তাতে এক চামচ নুন দিতে হবে
সেই নুন জল খুব সামান্য পরিমাণে দিতে হবে তুলসী গাছে তাহলেই গাছ থেকে পিঁপড়ে বা পোকা পালাবে।