11 May 2025

BY- Aajtak Bangla

ঘরে থিকথিক করছে পিঁপড়ে? তাড়ান এই ঘরোয়া টোটকায়

গরমকালে ঘরের চতু্র্দিকে থিকথিক করছে পিঁপড়ে? 

মশা তাড়ানোর জন্য বাজারে নানা প্রোডাক্ট পাওয়া যায়। কিন্তু পিঁপড়ে তাড়াবেন কীকরে?

লাল হোক কিংবা কালো, পিঁপড়ের জ্বালায় জেরবার দশা। রান্নাঘর থেকে বেডরুম, সর্বত্র বিচরণ এদের। 

আপনার ঘরেও কি পিঁপড়ের উপদ্রব? তাহলে সহজ এবং ঘরোয়া টোটকায় ভাগিয়ে দিন তাদের। 

মাস্টারশেফ পঞ্জক ভদোরিয়া পিঁপড়ে তাড়ানোর জন্য একটি দুর্দান্ত উপায় বাতলে দিয়েছেন। 

এর জন্য একটি খালি স্প্রে বোতল, ডেটল এবং হিং এর প্রয়োজন। 

খালি স্প্রে বোতলে জল ভরে ২ চামচ ডেটল এবং ১ চামচ হিং দিন। 

ভাল করে নাড়িয়ে নিয়ে স্প্রেটি ঘরের যেখানে যেখানে পিঁপড়ের উপদ্রব, সেখানে ছড়িয়ে দিন। 

এই টোটকায় মিলবে পিঁপড়ের উপদ্রব থেকে মুক্তি। আর ফিরবে না সারি সারি পিঁপড়ে।