BY- Aajtak Bangla
18 June, 2025
গরমকাল মানেই ঘামের গন্ধে নাজেহাল। আর এই গন্ধ থেকে দূরে থাকতে দামি দামি ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে থাকেন।
এই পারফিউম আপনাকে তরতাজা ও সুগন্ধিত করে রাখলেও এটা বেশ খরচ সাপেক্ষ।
আর পারফিউমের গন্ধ খুব বেশি সময় শরীরে থাকেও না।
তবে ভাল গন্ধ শুধু পারফিউম থেকেই আসে তা নয়, কিছু অভ্যাস থেকেও শরীরে ভাল গন্ধ পাওয়া যায়।
৪ এরকম কিছু উপায় আছে যেটার জন্য সারাদিন আপনি তরতাজা ও শরীর থেকে ভাল গন্ধ পাওয়া যাবে।
পারফিউমের আগে ভাল গন্ধ রয়েছে এরকম বডি লোশন বা ক্রিম লাগান। এরপর হাত, গলা ও কানের পিছনে পারফিউম লাগিয়ে নিন।
এই জায়গায় পারফিউম লাগালে তা দীর্ঘসময় ধরে থাকে। তবে পারফিউম লাগিয়ে ঘষবেন না।
প্রতিদিন স্নান করুন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। বগল, পা ও কোমরের অংশ ভাল করে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার স্ক্রাব করুন আর মরা কোষ উঠিয়ে ফেলুন।
এমন ডিও ব্যবহার করুন যাতে ঘামও দূর হবে আর ত্বকের ক্ষতি হবে না।
প্রতিদিনের পোশাকও ভাল গন্ধ রয়েছে এমন ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে ফেলুন আর ফ্রেব্রিক সফটনার বা ড্রায়ার শিট ব্যবহার করুন।
আলমারিতে শুকনো ল্যাভেন্ডার বা ভাল গন্ধ রয়েছে এরকম হার্বস ব্যবহার করুন, এতে পোশাক থেকে সব সময়ই ভাল গন্ধ আসবে।