15 March,, 2023

BY- Aajtak Bangla

দাঁতে দুর্গন্ধ? হলুদ দাঁত? টুথপেস্টে রান্নাঘরের এই জিনিস দিয়ে মাজুন

মুখ থেকে দুর্গন্ধ বেরোলে ব্যক্তিত্ব ঠিক থাকে না। আত্মবিশ্বাস ধাক্কা খায়। 

দাঁত হলুদ হলে হাসতেও সমস্যা হয়। আর সেই সঙ্গে মুখে দুর্গন্ধ। বাড়িতেই একটি সহজ টোটকায় দুর্গন্ধ থেকে পান মুক্তি।

দাঁত মুক্তোর মতো উজ্জ্বল হবে সহজ টিপসেই। এরপর যত খুশি হাসুন মন খুলে। 

রান্নাঘরের একটি উপাদান হলুদ দাঁত পরিষ্কার করে।

হলুদ দাঁত পরিষ্কার করে নুন। নুনের সঙ্গে মেশান সর্ষের তেল। দাঁত মুক্তোর মতো উজ্জ্বল হবে।

আধ চামচ সর্ষের তেলে এক চিমটি নুন মেশান। আঙুল দিয়ে দাঁতে ২০ থেকে ৩০ সেকেন্ড ঘষুন। 

দাঁতের হলুদ স্তর পরিষ্কার করবে এই সর্ষের তেল ও নুন ।

সর্ষে ও নুন দিয়ে দাঁত পরিষ্কারের পর টুথপেস্ট দিয়ে দাঁত মাজুন।  

কলা, কমলা এবং লেবুর খোসা দিয়েও দাঁত পরিষ্কার হতে পারে। 

২-৩ মিনিট দাঁত ঘষুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। দাঁত হবে সাদা ও চকচকে। মুখের দুর্গন্ধও দূর হয়।