BY- Aajtak Bangla
19 August, 2024
বর্ষাকালে ভেজা জামাকাপড় শুকোতেই চায় না। যখন-তখন বৃষ্টি।
ভেজা জামাকপড় থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। বর্ষায় ভেজা কাপড়ের দুর্গন্ধ দূর করবেন কীভাবে?
বৃষ্টিতে ভিজে গেলে প্রথমেই পোশাক ধুয়ে ফেলুন। ফেলে রাখবেন না।
ডিটারজেন্ট পাউডারের মধ্যে এক চামচ লেবুর রস দিয়ে কাচতে পারেন। এটি দুর্গন্ধ সৃষ্টিকারী ছত্রাক দূর করে।
জামাকাপড় কাচার আগে তা সাবান জলে ডুবিয়ে রাখুন।
ময়লা জামাকাপড় এক জায়গায় জমিয়ে কাচবেন না। এতে ছত্রাক বেড়ে যায়।
বৃষ্টিতে জামাকাপড় শুকোতে না পারলে ঘরেই মেলুন। তবে যে ঘরে মেলছেন, সেখানে জানলা-দরজা খোলা রাখুন।
কাপড় কাচার সময়ে জলে কোনও অ্যান্টিসেপটিক লিকুইড মিশিয়ে নিন। এটি ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে।
বৃষ্টির সময়ে দ্রুত শুকিয়ে যাবে, এমন কাপড়ের পোশাক বেশি পরুন। সিন্থেটিক, পলিয়েস্টার বেশি পরুন।