BY- Aajtak Bangla
1 January 2025
শীতে লেপ-কম্বল লাগেই। লেপ-কম্বল ছাড়া শীতে টেকা যায় না।
রাতে ঘুমোনোর সময় লেপ বা কম্বল ব্যবহার করি আমরা।
তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে লেপ-কম্বলে দুর্গন্ধ ছড়ায়।
লেপ-কম্বল পরিষ্কার করার অনেক ঝক্কি। ।
তাই ঘরে সহজেই লেপ-কম্বল সাফ করতে পারবেন। করতে হবে ছোট্ট কাজ। . .
সপ্তাহে ২-৩ দিন লেপ ও কম্বল রোদে দিন। সূর্যের আলোয় লেপ-কম্বলের দুর্গন্ধ দূর হয়। . .
রোদে লেপ-কম্বল রাখলে ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। স্যাঁতস্যাঁতে ভাব কেটে যায়। . .
সপ্তাহে ১ দিন অন্তত লেপ-কম্বলের কভার পরিষ্কার করুন।