13 April, 2024

BY- Aajtak Bangla

গরমে জুতোর গন্ধে গা বমি?  এসব ঘরোয়া টোটকায় দূর করুন

অনেকেই জুতোর গন্ধের কারণে জুতো পরতে পছন্দ করেন না। অনেকে বিভিন্ন টোটকা ব্যবহার করেও কোনও উপকার পায় না।

তাই বিশেষত অনেকেই গরমকালে জুতো পড়তে চান না। তবে এই কয়েকটি জিনিস ব্যবহার করলে আপনি পায়ের দুর্গন্ধ চিরকালের জন্য কমাতে পারবেন।

গরমকালে প্রচুর পরিমাণে ঘাম হয়। তাই পায়ের দুর্গন্ধ বাড়তে থাকে। সেই জন্য অনেকেই পায়ে পারফিউম বা ডিওড্রেন্ট ব্যবহার করেন।

জুতো পরিষ্কার করার সময় উষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করুন। এতে জুতোর ময়লা ও গন্ধ দুইই দূর হয়।

টি ব্যাগ জুতোর গন্ধ কমাতে সহায়ক ভূমিকা পালন করে। টি ব্যাগে ট্যানিন নামক ব্যাকটেরিয়া থাকে যা দূর্গন্ধ কমাতে সাহায্য করে।

ফুটন্ত গরম জলে টি ব্যাগ দিয়ে ঠান্ডা হলে ওই টি ব্যাগটি জুতোর মধ্যে রেখেদিন দূর্গন্ধ কমে যাবে।

চাল ভেজানো জল বা চাল ধোয়া জল দিয়ে জুতো পরিষ্কার করলে বা চাল ভেজানো জল পায়ে স্প্রে করুন এতে পায়ের দূর্গন্ধ দূর হবে।

পায়ের গন্ধ কমাতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। বেকিং সোডা জীবাণু মেরে জুতো থেকে দূর্গন্ধ দূর করে। রাতে ঘুমানোর আগে জুতোর ওপর বেকিং সোডা ছড়িয়ে রাখুন। এতে জুতোর গন্ধ চলে যাবে।

জুতোর গন্ধ থেকে মুক্তি পেতে জুতোর মধ্যে কর্পূর রেখে দিন। এতে জুতোর দুর্গন্ধ চলে যাবে ও সুগন্ধে থাকবে ভরপুর থাকবে।