19 June, 2024

BY- Aajtak Bangla

অকালেই মাথায় টাক, আয়ুর্বেদের সপ্ত টোটকায় গজাবে নতুন চুল

অনিয়মিত ডায়েটে চুল পড়ছে নারী-পুরুষের। টাক পড়া এখন সাধারণ সমস্যা। 

কম চুলে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়। কীভাবে নতুন চুল গজাবেন সেটা জেনে নিন

৭টি আয়ুর্বেদিক ট্রিকসে মাথায় নতুন করে চুল গজাতে পারবেন। জেনে নিন

দই- ৫ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ লেবুর রস এবং ২ টেবিল চামচ কাঁচা ছোলার গুঁড়ো মিশিয়ে পেস্ট করে মাথায় মাখুন। ৩০ মিনিট পর স্নান করুন।  

মেথি- কয়েক চামচ মেথির বীজ পিষে এক কাপ জলে মেশান। চুলে লাগান। ৪০ মিনিট পর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এক মাসের মধ্যে ফল দেখবেন।

হেনা- হেনা পিষে, দই ও ডিমের সঙ্গে মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন। ১৫ দিনেই নতুন চুল গজাবে।

কালোজিরে- কালো জিরে পিষে চুলে লাগান। প্রোটিনের ঘাটতি দূর করে। নতুন চুল গজায়।

পেঁয়াজ- পেঁয়াজ কেটে রস বের করুন। যেখানে চুল কমছে সেখানে লাগান। ২০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন।

মধু- এক চামচ মধু, দারুচিনি দিন এক চামচ গরম অলিভ অয়েলে। ৩০ মিনিট চুলে লাগান। চুল পড়া থেকে পাবেন মুক্তি।

জবা-জবা ফুল পিষে পেস্ট তৈরি করুন। সেই পেস্ট লাগান চুলে। এতে চুল নতুন করে গজায়।