10 April, 2025
BY- Aajtak Bangla
ছারপোকা মানেই আতঙ্ক! ছারপোকা রক্তচোষাও বলা হয়। বিছানা, বালিশ, মশারি, সোফায় এদের বাস। ঘুমিয়ে পড়লেই হামলা চালায়।
ছারপোকা তাড়ানো সহজ নয়। ঘরোয়া উপায়েই তাড়ান এই রক্তচোষা পোকা।
যেখানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। ২-৩ দিন ল্যাভেন্ডার অয়েল স্প্রে করলে ছারপোকা পালাবে।
১১৩ ডিগ্রি তাপমাত্রায় মারা যায় ছারপোকা। বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা বেশি তাপের গরম জলে ডুবিয়ে দিন।
ছারপোকা তাড়াতে আসবাবে কেরোসিনের প্রলেপ দিন। ছারপোকা সহজেই পালাবে।
অন্তত মাসে দু’বার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানা ও অন্যান্য স্থানে ছিটিয়ে দিন। ছারপোকা আর হবে না।
ছারপোকা প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে করলে মরে যাবে।
আসবাবপত্র ও লেপ-তোশক নিয়মিত রোদে দিন। ছারপোকার আক্রমণ কমবে।
২৫০ গ্রাম জলে ৪-চামচ স্যাভলন বা ডেটল মেশান। স্প্রে করুন। ছারপোকা-তেলাপোকা পালাবে।
বিছানার চারপাশে বেকিং সোডা ছিটিয়ে দিন। ছারপোকা পালাবে।